অরূপ পাল

অলি বার বার ফিরে যায়

অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে।
তবে তো ফুল বিকাশে।
কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে।
ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে।
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও,
হৃদয়-রতন আশে।
ফিরে এস ফিরে এস, বন মোদিত ফুলবাসে।
আজি বিরহ-রজনী ফুল্ল কুসুম শিশির-সলিলে ভাসে।

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ ,১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান :

স্বরলিপিকার: 1888

অরূপ পাল - অন্যান্য নিবেদন