অরূপ পাল

আছে তোমার বিদ্যেসাধ্যি জানা

        আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
                 রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ।
          জানিস না কেটা আমি।
        ঢের ঢের জানি-- ঢের ঢের জানি--
         হাসিস নে হাসিস নে মিছে,যা যা--
                 সব আপন কাজে যা যা,
                 যা আপন কাজে।
        খুব তোমার লম্বাচওড়া কথা!
            নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!

রাগ : দেশ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

অরূপ পাল - অন্যান্য নিবেদন