অরূপ পাল

রইল বলে রাখলে কারে

রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার     টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
যা খুশি তাই করতে পারো    গায়ের জোরে রাখ মারো;
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে।
অনেক তোমার টাকাকড়ি,    অনেক দড়া অনেক দড়ি,  
অনেক অশ্ব অনেক করী -- অনেক তোমার আছে ভবে।
ভাবছ হবে তুমিই যা চাও,    জগৎটাকে তুমিই নাচাও,
দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে।

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ চৈত্র, ১৩১৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

অরূপ পাল - অন্যান্য নিবেদন