অরূপ পাল

আজ খেলা ভাঙার খেলা

আজ    খেলা ভাঙার খেলা খেলবি আয়।
        সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
            মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
                ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
                    উধাও মনের পাখা মেলবি আয়॥
        অস্তগিরির ওই শিখরচূড়ে
            ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
                কালবৈশাখীর হবে যে-নাচন,
                    সাথে নাচুক তোর মরণবাঁচন,
                        হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১১ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১১ ফেব্রুয়ারি, ১৯২৩

অরূপ পাল - অন্যান্য নিবেদন