অরূপ পাল

নিশিদিন ভরসা রাখিস

নিশিদিন   ভরসা রাখিস,   ওরে মন,   হবেই হবে।
যদি পণ     করে থাকিস      সে পণ তোমার রবেই রবে।
              ওরে মন,   হবেই হবে ॥
পাষাণসমান আছে পড়ে,          প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
     আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥
সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে--
     দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজে     দেখবি সবাই আসবে সেজে--
     এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥

রাগ : বিভাস-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1312

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905

রচনাস্থান :

স্বরলিপিকার: 1905

অরূপ পাল - অন্যান্য নিবেদন