অরূপ, তোমার বাণী
অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে আনি ॥
নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা--
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি ॥
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে
বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে
তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে--
বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি ॥
রাগ : ছায়ানট
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২১ নভেম্বর, ১৯২৬
রচনাস্থান :
স্বরলিপিকার: ২১ নভেম্বর, ১৯২৬