সত্যম দেবনাথ, সপ্তক দেবনাথ

আমারে ডাক দিল

আমারে   ডাক দিল কে ভিতর পানে--
                        ওরা যে   ডাকতে জানে॥
          আশ্বিনে ওই শিউলিশাখে
              মৌমাছিরে যেমন ডাকে
                   প্রভাতে সৌরভের গানে॥
     ঘরছাড়া আজ ঘর পেল যে,   আপন মনে রইল ম'জে।
     হাওয়ায় হাওয়ায় কেমন ক'রে   খবর যে তার পৌঁছল রে
                   ঘর-ছাড়া ওই মেঘের কানে॥

রাগ : কালাংড়া

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1921

রচনাস্থান :

স্বরলিপিকার: 1921

সত্যম দেবনাথ, সপ্তক দেবনাথ - অন্যান্য নিবেদন