শুভঙ্কর বন্দোপাধ্যায়

যাবার বেলা শেষ

যাবার বেলা শেষ কথাটি যাও বলে,
কোন্‌খানে যে মন লুকানো দাও বলে॥
     চপল লীলা ছলনাভরে    বেদনখানি আড়াল করে,
          যে বাণী তব হয় নি বলা নাও বলে॥
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা,
নয়নজলে ভরো গো আজি শেষ কথা।
     হায় রে অভিমানিনী নারী,    বিরহ হল দ্বিগুণ ভারী
          দানের ডালি ফিরায়ে নিতে চাও ব'লে॥

রাগ : মূলতান

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1334

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন