শুভঙ্কর বন্দোপাধ্যায়

আমার পথে পথে

          আমার       পথে পথে পাথর ছড়ানো।
          তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে           ফুটোর পরে ফুটো তাতে--
          তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে             আমার পালে বাধা লাগে--
          এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে               রথ কি তোমার চলতে পারে--
          তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1336

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929

রচনাস্থান :

স্বরলিপিকার: 1929

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন