নব নব পল্লবরাজি
নব নব পল্লবরাজি
সব বন উপবনে উঠে বিকশিয়া,
দখিনপবনে সঙ্গীত উঠে বাজি॥
মধুর সুগন্ধে আকুল ভুবন, হাহা করিছে মম জীবন।
এসো এসো সাধনধন, মম মন করো পূর্ণ আজি॥
রাগ : বাহার
তাল : চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1313
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1906
রচনাস্থান :
স্বরলিপিকার: 1906