নমো, নমো, নমো
নমো, নমো, নমো করুণাঘন, নমো হে।
নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জনপরশে,
জীবন পূর্ণ সুধারসবরষে,
তব দর্শনধনসার্থক মন হে, অকৃপণবর্ষণ করুণাঘন হে॥
রাগ : গৌড়মল্লার
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1334
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927
রচনাস্থান :
স্বরলিপিকার: 1927