শুভঙ্কর বন্দোপাধ্যায়

নিশিদিন চাহো রে

নিশিদিন চাহো রে তাঁর পানে।
বিকশিবে প্রাণ তাঁর গুণগানে ॥
হেরো রে অন্তরে সে মুখ সুন্দর,
ভোলো দুঃখ তাঁর প্রেমমধুপানে ॥

রাগ : যোগিয়া

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন