শুভঙ্কর বন্দোপাধ্যায়

আমার মন তুমি

          আমার   মন তুমি, নাথ, লবে হ'রে
          আমি    আছি বসে সেই আশা ধরে ॥
নীলাকাশে ওই তারা ভাসে,      নীরব নিশীথে শশী হাসে,
আমার   দু নয়নে বারি আসে ভরে--     আছি আশা ধরে ॥
স্থলে জলে তব ধূলিতলে,      তরুলতা তব ফুলে ফলে,
                   নরনারীদের প্রেমডোরে,
নানা দিকে দিকে নানা কালে,    নানা সুরে সুরে নানা তালে
          নানা মতে তুমি লবে মোরে--     আছি আশা ধরে ॥

রাগ : মিশ্র ছায়ানট

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ জ্যৈষ্ঠ, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1904

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1904

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন