শুভঙ্কর বন্দোপাধ্যায়

দীপ নিবে গেছে

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥
              এ পথে যখন যাবে   আঁধারে চিনিতে পাবে--
                        রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
              ভয় পাছে শেষ রাতে   ঘুম আসে আঁখিপাতে,
                        ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে॥

রাগ : বেহাগ

তাল : অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ নভেম্বর, ১৯২১

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৬ নভেম্বর, ১৯২১

শুভঙ্কর বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন