ডাকে বার বার ডাকে
ডাকে বার বার ডাকে,
শোনো রে, দুয়ারে দুয়ারে আঁধারে আলোকে ॥
কত সুখদুঃখশোকে কত মরণে জীবনলোকে
ডাকে বজ্রভয়ঙ্কর রবে,
সুধাসঙ্গীতে ডাকে দ্যুলোকে ভূলোকে ॥
রাগ : কেদারা
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1317
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911
রচনাস্থান :
স্বরলিপিকার: 1911