মহানন্দে হেরো গো সবে
মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা
জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা।।
তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ।
তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া অসীম সৃজনধারা।।
রাগ : তিলক কামোদ
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1307
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1901
রচনাস্থান :
স্বরলিপিকার: 1901