সুচিত্রা মিত্র, অর্ঘ্য সেন

নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায়

নীল-   অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর   হে গম্ভীর!
          বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর--
          ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর   হে গম্ভীর॥
          বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
          কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে--
          নন্দিত তব উৎসবমন্দির   হে গম্ভীর॥
          দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
          পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
          মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ--
          নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ--
          ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর   হে গম্ভীর॥

রাগ : মেঘমল্লার

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১১ অগাস্ট, ১৯২৯

রচনাস্থান : শ্রীনিকেতন

স্বরলিপিকার: ১১ অগাস্ট, ১৯২৯

সুচিত্রা মিত্র, অর্ঘ্য সেন - অন্যান্য নিবেদন