মনোজ মূরলী নায়ার

প্রভু আমার

          প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে।
          চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে ॥
তৃপ্তি আমার, অতৃপ্তি মোর,   মুক্তি আমার, বন্ধনডোর,
          দুঃখসুখের চরম আমার জীবন মরণ হে॥
          আমার সকল গতির মাঝে পরম গতি হে,
          নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে।
ওগো সবার, ওগো আমার,   বিশ্ব হতে চিত্তে বিহার--
          অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে ॥

রাগ : কেদারা

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ আশ্বিন, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1910

মনোজ মূরলী নায়ার - অন্যান্য নিবেদন