আনন্দ ও ইন্দ্রানী

সীমার মাঝে, অসীম

সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে--
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর॥

রাগ : ছায়ানট

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 19101

রচনাস্থান : গোরাই, জানিপুর

স্বরলিপিকার: 19101

আনন্দ ও ইন্দ্রানী - অন্যান্য নিবেদন