কৌশিক চক্রবর্তী

ফিরবে না তা

          ফিরবে না তা জানি, তা জানি--
আহা,  তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥
          গাঁথবে না মালা   জানি মনে,
আহা,  তবু ধরুক মুকুল আমার বকুলবনে
প্রাণে   ওই পরশের পিয়াস আনি॥
          কোথায় তুমি পথভোলা,
তবু          থাক্‌-না আমার দুয়ার খোলা।
          রাত্রি আমার গীতহীনা,
আহা,  তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা--
তারে   ঘিরে ফিরুক কাঙাল বাণী॥

রাগ : ভৈরব-কীর্তন

তাল : ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

কৌশিক চক্রবর্তী - অন্যান্য নিবেদন