বাজাও তুমি, কবি
বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর
গম্ভীরতর তানে প্রাণে মম--
দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়ে ॥
বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা--
বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝে
অনুখন আনন্দবায়ে ॥
রাগ : বাহার
তাল : সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1309
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1903
রচনাস্থান :
স্বরলিপিকার: 1903