তপনতোষ চক্রবর্তী

ওই জানালার কাছে বসে আছে

      ওই   জানালার কাছে বসে আছে  করতলে রাখি মাথা—
      তার  কোলে ফুল পড়ে রয়েছে,   সে যে    ভুলে গেছে মালা গাঁথা ।।
      শুধু   ঝুরু ঝুরু বায়ু বহে যায়  তার   কানে কানে কী যে কহে যায়—
      তাই   আধো শুয়ে আধো বসিয়ে   ভাবিতেছে কত কথা ।।
              চোখের উপরে মেঘ ভেসে যায়,  উড়ে উড়ে যায় পাখি—
              সারা দিন ধ’রে বকুলের ফুল  ঝ’রে পড়ে থাকি থাকি ।
            মধুর আলস, মধুর আবেশ,   মধুর মুখের হাসিটি—
            মধুর স্বপনে প্রাণের মাঝারে   বাজিছে মধুর বাঁশিটি ।।

রাগ : মিশ্র খাম্বাজ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

তপনতোষ চক্রবর্তী - অন্যান্য নিবেদন