তপনতোষ চক্রবর্তী

এই করেছ ভালো

এই করেছ ভালো, নিঠুর,
             এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
             তীব্র দহন জ্বালো।
                           আমার এ ধূপ না পোড়ালে
                           গন্ধ কিছুই নাহি ঢালে,
                           আমার এ দীপ না জ্বালালে
                                  দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
             এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
             সেই তো পুরস্কার।
              অন্ধকারে মোহে লাজে
                    চোখে তোমায় দেখি না যে,
                    বজ্রে তোলো আগুন করে
                           আমার যত কালো।

রাগ : ইমনকল্যাণ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৪ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

তপনতোষ চক্রবর্তী - অন্যান্য নিবেদন