তপনতোষ চক্রবর্তী

তুই ফেলে এসেছিস

তুই     ফেলে এসেছিস কারে,  মন, মন রে আমার।
তাই    জনম গেল, শান্তি পেলি না রে  মন, মন রে আমার॥
        যে পথ দিয়ে চলে এলি    সে পথ এখন ভুলে গেলি--
        কেমন করে ফিরবি তাহার দ্বারে    মন, মন রে আমার॥
            নদীর জলে থাকি রে কান পেতে,
            কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
    মনে হয় যে পাব খুঁজি    ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে    মন, মন রে আমার॥

রাগ : ভৈরবী-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

তপনতোষ চক্রবর্তী - অন্যান্য নিবেদন