রূপঙ্কর বাগচী, মনোজ মুরলী নেয়ার, মনোময় ভট্টাচার্য

এলেম নতুন দেশে

        এলেম নতুন দেশে--
    তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে॥
অচিন মনের ভাষা    শোনাবে    অপূর্ব কোন্‌ আশা,
        বোনাবে    রঙিন সুতোয় দুঃখসুখের জাল,
            বাজবে প্রাণে নতুন গানের তাল--
                নতুন বেদনায়    ফিরব কেঁদে হেসে॥
        নাম-না-জানা প্রিয়া
    নাম-না-জানা ফুলের মালা নিয়া    হিয়ায় দেবে হিয়া।
যৌবনেরি নবোচ্ছ্বাসে    ফাগুন মাসে
    বাজবে নূপুর বনের ঘাসে।
        মাতবে দখিনবায়    মঞ্জরিত লবঙ্গলতায়
            চঞ্চলিত এলো কেশে॥

রাগ : বেহাগ-বাউল

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

রূপঙ্কর বাগচী, মনোজ মুরলী নেয়ার, মনোময় ভট্টাচার্য - অন্যান্য নিবেদন