আঁধার সকলই দেখি
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে।।
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে।।
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার।।
রাগ : কানাড়া
তাল : অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ) : 1293
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887
রচনাস্থান :
স্বরলিপিকার: 1887