ফুরোলো ফুরোলো এবার
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা--
পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা ॥
মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা--
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা ॥
তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি--
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ॥
রাগ : কালাংড়া
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1929