বসন্তে ফুল গাঁথল
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা॥
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে--
মরণ এবার আনল আমার বরণ-ডালা॥
যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে।
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে।
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা--
আরাম বলে, "এল আমার যাবার পালা'॥
রাগ : হাম্বীর-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1321
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915
রচনাস্থান :
স্বরলিপিকার: 1915