কাজরী বসু

ডেকো না আমারে,ডেকো

ডেকো না আমারে,ডেকো না, ডেকো না।
     চলে যে এসেছে   মনে তারে রেখো না ॥
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
     মূল্য নাহি চাই যে ভালোবেসেছি,
          কৃপাকণা দিয়ে  আঁখিকোণে ফিরে দেখো না ॥
আমার দুঃখজোয়ারের জলস্রোতে
     নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
          দূরে যাব যবে সরে  তখন চিনিবে মোরে--
              আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না ॥

রাগ : ইমন-পূরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938

রচনাস্থান :

স্বরলিপিকার: 1938

কাজরী বসু - অন্যান্য নিবেদন