কাজরী বসু

তারে দেখাতে পারিনে কেন

তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো)
কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা।
কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়,
এত সাধ এত প্রেম করে অপমান।
এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না,
প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান,
বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে,
তবু তার সংশয় হত অবসান।

রাগ : দেশ

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1883

কাজরী বসু - অন্যান্য নিবেদন