রাজেশ্বরী দত্ত

মম দুঃখের সাধন

মম      দুঃখের সাধন   যবে করিনু নিবেদন   তব চরণতলে
     শুভলগন গেল চলে,
              প্রেমের অভিষেক কেন হল না   তব নয়নজলে॥
রসের ধারা নামিল না,   বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে--
                   মালা পরানো হল না তব গলে॥
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
                             গেল সে ভেসে।
          যদি   দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
                                  অমৃতফলে॥

রাগ : মিশ্র বেহাগ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

রাজেশ্বরী দত্ত - অন্যান্য নিবেদন