১৩০ (amra chas kari anande)

              আমরা   চাষ করি আনন্দে।

          মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥

রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,   বাঁশের বনে পাতা নড়ে,

          বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥

সবুজ প্রাণের গানের লেখা   রেখায় রেখায় দেয় রে দেখা,

          মাতে রে কোন্‌ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।

ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে

          অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.