রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ কার্তিক, ১৩৪৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ অক্টোবর, ১৯২৭

রচনাস্থান: O & E Hotel, পিনাঙ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫০ (kharabayu boy bege)

        খরবায়ু বয় বেগে,   চারি দিক ছায় মেঘে,

            ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।

        তুমি কষে ধরো হাল,   আমি তুলে বাঁধি পাল--

            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥

শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার--

বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই ও।

            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥

        গণি গণি দিন খন      চঞ্চল করি মন

            বোলো না, 'যাই কি নাহি যাই রে'।

        সংশয়পারাবার         অন্তরে হবে পার,

            উদ্‌বেগে তাকায়ো না বাইরে।

যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,

হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল-- জয়-জয় জয়গান গাইয়ো।

            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.