রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

১২১ (moder kichhu nai)

        মোদের কিছু নাই রে নাই,    আমরা ঘরে বাইরে গাই--

                তাইরে নাইরে নাইরে না। না না না।

        যতই দিবস যায় রে যায়  গাই রে সুখে হায় রে হায়--

                তাইরে নাইরে নাইরে না। না না না।

        যারা সোনার চোরাবালির 'পরে  পাকা ঘরের-ভিত্তি গড়ে

তাদের  সামনে মোরা গান গেয়ে যাই-- তাইরে নাইরে নাইরে না।

                                 না না না॥

যখন    থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে

তখন   শূন্যঝুলি দেখায়ে গাই-- তাইরে নাইরে নাইরে না। না না না॥

          যখন দ্বারে আসে মরণবুড়ি    মুখে তাহার বাজাই তুড়ি,

তখন   তান দিয়ে গান জুড়ি রে ভাই-- তাইরে নাইরে নাইরে না। না না না।

এ যে   বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ,

ওরে,   অন্তরে তার বৈরাগী গায়-- তাইরে নাইরে নাইরে না। না না না।

          সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে,

দুই      রিক্ত হাতে তাল দিয়ে গায়-- তাইরে নাইরে নাইরে না।

                                  না না না॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.