৫৬ (ami unmad madhunishi)

            আজি উন্মাদ মধুনিশি ওগো    চৈত্রনিশীথশশী।

            তুমি এ বিপুল ধরণীর পানে   কী দেখিছ একা বসি

                              চৈত্রনিশীথশশী।।

            কত নদীতীরে কত মন্দিরে    কত বাতায়নতলে

            কত কানাকানি, মন-জানাজানি    সাধাসাধি কত ছলে।

            শাখা-প্রশাখার দ্বার-জানালার    আড়ালে আড়ালে পশি

            কত সুখদুখ কত কৌতুক    দেখিতেছ একা বসি

                              চৈত্রনিশীথশশী।।

            মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি,  শূন্যভবনছাদে

                              নৈশ পবন কাঁদে।

            তোমারি মতন একাকী আপনি    চাহিয়া রয়েছি বসি

                              চৈত্রনিশীথশশী।।

রাগ: বেহাগ

তাল: কাওয়ালি

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মে, ১৮৯৭

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.