৩৭ (hari tomay daki)
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
আঁধার অরণ্যে ধাই হে।
গহন তিমিরে নয়নের নীরে
পথ খুঁজে নাহি পাই হে।।
সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
কখন আসিবে কালবিভাবরী–
তাই ভয়ে মরি, ডাকি হরি ! হরি !
হরি বিনে কেহ নাই হে।।
নয়নের জল হবে না বিফল,
তোমায় সবে বলে ভকতবৎসল–
সেই আশা মনে করেছি সম্বল,
বেঁচে আছি শুধু তাই হে।
আঁধারেতে জাগে তব আঁখিতারা,
তোমার ভক্ত কভু হয় না পথহারা–
প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা–
আর কার পানে চাই হে।।
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: ইন্দিরা দেবী