৩৯ (he nirupama gane jadi)

হে নিরুপমা,

     গানে যদি লাগে বিহ্বল তান    করিয়ো ক্ষমা ॥

ঝরোঝরো ধারা আজি উতরোল,    নদীকূলে-কূলে উঠে কল্লোল,

     বনে বনে গাহে মর্মরস্বরে    নবীন পাতা।

          সজল পবন দিশে দিশে তোলে    বাদলগাথা ॥

হে নিরুপমা,

     চপলতা আজি যদি ঘটে তবে    করিয়ো ক্ষমা।

এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,

     বকুলবীথিকা মুকুলে মত্ত    কানন-'পরে।

          নবকদম্ব মদির গন্ধে    আকুল করে॥

হে নিরুপমা,

     চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা।

তোমার দুখানি কালো আঁখি-'পরে    বরষার কালো ছায়াখানি পড়ে,

     ঘন কালো তব কুঞ্চিত কেশে    যূথীর মালা।

          তোমার চরণে নববরষার    বরণডালা ॥

হে নিরুপমা,

     আঁখি যদি আজ করে অপরাধ,    করিয়ো ক্ষমা।

হেরো আকাশের দূর কোণে কোণে    বিজুলি চমকি ওঠে খনে খনে,

     দ্রুত কৌতুকে তব বাতায়নে    কী দেখে চেয়ে।

               অধীর পবন কিসের লাগিয়া    আসিছে ধেয়ে॥

রাগ: পঞ্চম-কালাংড়া-পিলু-দেশ

তাল: কাহারবা-ষষ্ঠী-তেওরা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আষাঢ়, ১৩০৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ জুন, ১৯০০

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.