৩২৩ (jhare jay ure jay)

ঝড়ে   যায় উড়ে যায় গো   আমার   মুখের আঁচলখানি।

ঢাকা   থাকে না হায় গো,   তারে রাখতে নারি টানি॥

          আমার রইল না লাজলজ্জা,   আমার   ঘুচল গো সাজসজ্জা--

          তুমি   দেখলে আমারে   এমন   প্রলয়-মাঝে আনি

                             আমায়   এমন মরণ হানি॥

হঠাৎ    আকাশ উজলি   কারে   খুঁজে কে ওই চলে,

চমক    লাগায় বিজুলি   আমার   আঁধার ঘরের তলে।

          তবে   নিশীথগগন জুড়ে   আমার   যাক সকলই উড়ে,

          এই   দারুণ কল্লোলে   বাজুক   আমার প্রাণের বাণী

                             কোনো   বাঁধন নাহি মানি॥

রাগ: দেশ বা হাম্বীর

তাল: দাদরা বা কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৯১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1312

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.