রাগ: পিলু-বারোয়াঁ

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩০৪ (kakhan je basanta gelo)

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।

কখন বকুলমূল   ছেয়েছিল ঝরা ফুল,

কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান॥

এবার বসন্তে কি রে   যুঁথিগুলি জাগে নি রে--

অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।

এবার কি সমীরণ   জাগায় নি ফুলবন--

সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ॥

বসন্তের শেষ রাতে   এসেছি যে শূন্য হাতে--

এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।

কাঁদিছে নীরব বাঁশি,   অধরে মিলায় হাসি--

তোমার নয়নে ভাসে ছলোছলো অভিমান॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.