১২৭ (nishithe ki kaye gela mane)

     নিশীথে কী কয়ে গেল মনে    কী জানি, কী জানি।

     সে কি ঘুমে, সে  কি জাগরণে    কী জানি, কী জানি॥

     নানা কাজে  নানা মতে    ফিরি ঘরে, ফিরি পথে--

     সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি॥

সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়,     একি ভয়, একি জয়।

সে কথা কি কানে কানে বারে বারে কয়     'আর নয়' 'আর নয়'।

     সে কথা কি নানা সুরে     বলে মোরে 'চলো দূরে'--

     সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.