৬১ (sokhi pratidin hay)

সখী,    প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।

তারে   আমার মাথার একটি কুসুম দে॥

যদি     শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে,

মোর    শপথ, আমার নামটি বলিস নে॥

সখী,    সে আসি ধুলায় বসে যে তরুর তলে

সেথা    আসন-বিছায়ে রাখিস বকুলদলে।

সে যে   করুণা জাগায় সকরুণ নয়নে--

যেন     কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥

রাগ: ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: নাগর নদী

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.