১৮২ (utal haoya lagla amar)

    উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।

            দোলা লাগে, দোলা লাগে

    তোমার  চঞ্চল ওই নাচের লহরীতে॥

    যদি কাটে রশি, যদি     হাল পড়ে খসি,

            যদি  ঢেউ উঠে উচ্ছ্বসি,

            সম্মুখেতে মরণ যদি জাগে,

করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.