THE RIVER is grey and the air dazed with blown sand. On a morning of dark disquiet, when the birds are mute and their nests shake in the gust, I sit alone and ask myself, 'Where is she?' The days have flown wherein we sat too near each other; we laughed and jested, and the awe of love's majesty found no words at our meetings. I made myself small, and she trifled away every moment with pelting talk. To-day I wish in vain that she were by me, in the gloom of the coming storm, to sit in the soul's solitude.
মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে বিচিত্র এ জগতের সকলের পানে। মানে আর অপমানে সুখে আর দুখে নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে। কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে, কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে, আপনার মাঝে গৃহ পেতে চাও যদি আপনারে ভুলে তবে থাকো নিরবধি। ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি, হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার, আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি গভীর সুখের উৎস হৃদয় আমার। দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান কেন আমি করি তবে আত্ম-অপমান!