৪১ (iter gadar niche)

ইঁটের গাদার নিচে

     ফটকের ঘড়িটা।

ভাঙা দেয়ালের গায়ে

     হেলে-পড়া কড়িটা।

পাঁচিলটা নেই, আছে

     কিছু ইঁট সুরকি।

নেই দই সন্দেশ,

     আছে খই মুড়কি।

ফাটা হুঁকো আছে হাতে,

     গেছে গড়গড়িটা।

গলায় দেবার মতো

     বাকি আছে দড়িটা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.