© Kriya Unlimited, 2010 - 2023
মাঝে মাঝে বিধাতার ঘটে একি ভুল--
ধান পাকাবার মাসে ফোটে বেলফুল।
হঠাৎ আনাড়ি কবি তুলি হাতে আঁকে ছবি,
অকারণে কাঁচা কাজে পেকে যায় চুল।