পরিণয়মঙ্গল (porinoymongol)

হৈমন্তী দেবী ও অমিয়চন্দ্র চক্রবর্তীর পরিণয়-উপলক্ষে

উত্তরে দুয়াররুদ্ধ হিমানীর কারাদুর্গতলে

প্রাণের উৎসবলক্ষ্মী বন্দী ছিল তন্দ্রার শৃঙ্খলে।

যে নীহারবিন্দু ফুল ছিঁড়ি তার স্বপ্নমন্ত্রপাশ

কঠিনের মরুবক্ষে মাধুরীর আনিল আশ্বাস,

হৈমন্তী নিঃশব্দে কবে গেঁথেছে তাহারি শুভ্রমালা

নিভৃত গোপন চিত্তে; সেই অর্ঘ্যে পূর্ণ করি ডালা

লাবণ্যনৈবেদ্যখানি দক্ষিণসমুদ্র-উপকূলে

এনেছে অরণ্যচ্ছায়ে, যেথায় অগণ্য ফুলে ফুলে

রবির সোহাগগর্ব বর্ণগন্ধমধুরসধারে

বৎসরের ঋতুপাত্র উচ্ছলিয়া দেয় বারে বারে।

বিস্ময়ে ভরিল মন, এ কী এ প্রেমের ইন্দ্রজাল,

কোথা করে অন্তর্ধান মুহূর্তে দুস্তর অন্তরাল, --

দক্ষিণপবনসখা উৎকণ্ঠিত বসন্ত কেমনে

হৈমন্তীর কণ্ঠ হতে বরমাল্য নিল শুভক্ষণে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.