৭৩ (boner pothe pothe bajichhe baye)


          বনের পথে পথে বাজিছে বায়ে

                 নূপুর-রুনুরুনু কাহার পায়ে।

কাটিয়া যায় বেলা মনের ভুলে,

          বাতাস উদাসিছে আকুল চুলে--

                 ভ্রমর মুখরিত বকুলছায়ে

       নূপুর-রুনুরুনু কাহার পায়ে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •