© Kriya Unlimited, 2010 - 2023
কঠিন শিলা প্রতাপ তাঁর বহে,
তাহার কাছে পথিক সাবধান।
প্রীতি তাঁহার কুসুমে ফুটে রহে,
অনাদরেও করে সে হাসি দান।