যে গান আমি গাই জানি নে সে কার উদ্দেশে। যবে জাগে মনে অকারণে চপল হাওয়া সুর যায় ভেসে কার উদ্দেশে। ঐ মুখে চেয়ে দেখি, জানি নে তুমিই সে কি অতীত কালের মূরতি এসেছ নতুন কালের বেশে। কভু জাগে মনে, যে আসে নি এ জীবনে ঘাট খুঁজি খুঁজি গানের খেয়া সে মাগিতেছে বুঝি আমার তীরেতে এসে।
OUR LIFE SAILS on the uncrossed sea whose waves chase each other in an eternal hide-and-seek. It is the restless sea of change, feeding its foaming flocks to lose them over and over again, beating its hands against the calm of the sky. Love, in the centre of this circling war-dance of light and dark, yours is that green island, where the sun kisses the shy forest shade and silence is wooed by birds' singing.