সংযোজন - ২ (ki kotha bolibo bole)

      কী কথা বলিব বলে

      বাহিরে এলেম চলে,

দাঁড়ালেম দুয়ারে তোমার--

      ঊর্ধ্বমুখে উচ্চরবে

      বলিতে গেলেম যবে

             কথা নাহি আর।

যে কথা বলিতে চাহে প্রাণ

সে শুধু হইয়া উঠে গান।

      নিজে না বুঝিতে পারি,

      তোমারে বুঝাতে নারি,

চেয়ে থাকি উৎসুক-নয়ান।

 

      তবে কিছু শুধায়ো না--

      শুনে যাও আনমনা,

যাহা বোঝ, যাহা নাই বোঝ।

      সন্ধ্যার আঁধার-পরে

      মুখে আর কণ্ঠস্বরে

             বাকিটুকু খোঁজো।

কথায় কিছু না যায় বলা,

গান সেও উন্মত্ত উতলা।

      তুমি যদি মোর সুরে

      নিজ কথা দাও পুরে

গীতি মোর হবে না বিফলা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.